১০ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল | Best Cycle Under 10000 In Bangladesh
খুঁজছেন সাইকেল কিন্তু বাজেট ১০,০০০ টাকা! চিন্তা নেই আমাদের আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন ১০ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল সম্পর্কে। তাই এই পোস্টের মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন আপনার বাজেটের মধ্যেই সবচেয়ে সেরা মানে সাইকেলটি। তবে মনে রাখবেন প্রত্যেকটি জিনিসেরই ভালো এবং খারাপ দিক রয়েছে। তাই দাম কত আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনি নিজেই বুঝে যাবেন কোনটি আপনার জন্য হবে সেরা।
১০ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল
বাংলাদেশের মধ্যে যে সকল সাইকেলপ্রেমীরা রয়েছে তাদের অধিকাংশই বাজেট থাকে ১০,০০০ টাকার মধ্যে। এর কারণ হচ্ছে অধিকাংশ সাইকেলপ্রেমেরি বয়স হয়ে থাকে ১৩ বছর থেকে ১৬ বছরের মধ্যে। যার ফলে বাসা থেকে মাত্র ১০ হাজার টাকার বেশি দিতে চায়না পরিবার। আর ঠিক একই কারণে সবাই দশ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল খুঁজে থাকে।
তবে বর্তমানে মার্কেটে ভরে গেছে দালালে এবং বিভিন্ন ভুলভাল কোম্পানিতে। যার ফলে অনেকেই ১০ হাজার টাকার মধ্যে সাইকেল তো কিনে ফেলে তবে সেই সাইকেলটা থাকে না আর শখের। কারণ মাঝে মাঝেই নিয়মিত সমস্যা দেখা দেয় সাইকেলে। রীতি মত একজন সাইকেল প্রেমি কখনোই এত সমস্যা যুক্ত একটি সাইকেল চালাতে পারবে না।
আরো পড়ুন: হিরো সাইকেল দাম কত বাংলাদেশ ২০২৪
তবে চিন্তা করুন যদি আপনি এমন সাইকেল কিনতে পারেন যার দাম হবে মাত্র ১০ হাজার টাকা কিন্তু সেই সাইকেলটি আপনি অত্যন্ত আরামে চালাতে পারবেন, তাহলে কেমন হতো! হ্যাঁ, আপনাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা প্রধানত আজকের এই আর্টিকেলটির মধ্যে এমন কিছু সাইকেলের নাম উল্লেখ করেছি যে সকল সাইকেলগুলোর দাম ১০ হাজার টাকার ভেতরেই।
এছাড়াও এই সকল সাইকেলগুলোর কুয়ালিটি এবং কনফিগারেশন আপনার চাহিদার সাথে মিলে যাবে নিশ্চয়ই। তাই আপনি যদি সত্যিকার অর্থে এই দশ হাজার টাকা বাজেটে একটি ভালো মানের সাইকেল খুজে থাকেন এবং ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল।
আরো পড়ুন: ফনিক্স সাইকেল এর দাম কত ২০২৪
১০ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল মূল্য তালিকা
সাইকেল মডেল | দাম |
---|---|
MTB 20 inch Spok Rim Bicycle- XSD (Black & Green ) | ১০,০০০ টাকা |
Kisel 26"/24" single speed. Double disk bicycle | ১১,৩০০ টাকা |
MTB 20 inch Spok Rim Bicycle- XSD (Black & Blue ) | ১১,০০০ টাকা |
MTB 20 ইঞ্চি স্পোক রিম সাইকেল- XSD (লাল এবং কালো) - cycle | ১০,০০০ টাকা |
১০০০০ টাকার মধ্যে সাইকেল
১০ হাজার টাকার মধ্যে যে সকল সাইকেলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিটিবি 20 ইঞ্চির সাইকেলটি। এই সাইকেলটি আপনি দারাজ বাংলাদেশের মধ্যে খুব সহজে ১০০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। সাইকেলটির প্রধান ভালো দিকগুলোর কথা চিন্তা করলে বলতে হয় সাইকেলটিতে থাকছে ছয় মাসের ইনস্টলমেন্ট অফার।
সাইকেলটিকে থাকতে ডবল ডিস্ক এবং মেকানিক্যাল ব্রেক সিস্টেম। সবকিছু সহকারে সাইকেলটির ওজন হবে মাত্র 120 কেজি। অনলাইন থেকে অর্ডার করলে দারাজ থেকে অর্ডার করতে পারেন যেখানে আপনাকে শতভাগ অরিজিনাল কার্টুনে শতভাগ নিশ্চয়তার সাথে প্রোডাক্টটি দিয়ে দিবে। এবং দারাজ থেকে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আশি পার্সেন্ট ইনস্টলমেন্ট এবং বাকি বিশ পার্সেন্ট আপনি আপনার পার্শ্ববর্তী যেকোন সাইকেলের দোকান থেকে কিংবা সাইকেলের শোরুম থেকে নিয়ে নিতে পারবেন।
আরো পড়ুন: গিয়ার সাইকেল দাম কত বাংলাদেশ
এই সাইকেলটিতে কোনো ধরনের গিয়ার সিস্টেম নাই তবে আপনি চাইলে দুই থেকে তিন হাজার টাকা খরচা করে মডিফিকেশন করে নিতে পারবেন। সাধারণত বর্তমান সময়ে অধিকাংশ সাইকেল মডিফিকেশন করা হয় এবং মোটিফিকেশন করতে বর্তমান সময় বেশি খরচা করতে হয় না। সুতরাং আপনার যদি ইচ্ছা হয় গিয়ার লাগাতে অথবা যেকোনো ধরনের আলাদা সিস্টেম প্রয়োগ করতে তাহলে অবশ্যই আপনি চাইলে আপনার পার্সোনাল মডিফিকেশন করে নিতে পারবেন।
কোন কোম্পানির সাইকেল ভালো
বাংলাদেশে একজন মানুষের সাইকেল কেনার সময় প্রথমেই মনে নাম আসে: দুরন্ত, হিরো, ফনিক্স ইত্যাদি কোম্পানির। এর মূল কারণ হচ্ছে এই সকল কোম্পানিগুলো প্রায় যুগ যুগ ধরে ভালো মানের সাইকেলের সার্ভিস দিয়ে আসছে। তাছাড়া এই সকল কোম্পানির সাইকেলগুলোও আপনি দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।
তবে অবশ্যই আপনাকে ভালো মানের একটি মডেল বাছাই করতে হবে যে মডেলটির মধ্যে আপনি সকল ধরনের ফিচারগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি চাচ্ছেন। সাধারণত বর্তমান সময়ের ছেলেদের গিয়ার সাইকেল অত্যন্ত পছন্দ। হ্যাঁ অবশ্যই একটি সাইকেল ক্রয় করার সময় দেখে নিবেন আপনার সাইকেলটি তে গিয়ার রয়েছে কিনা। এরপর চেক করবেন অয়েল ব্রেক রয়েছে কিনা। এছাড়াও বিভিন্ন ধরনের ফিচারগুলো সম্পর্কের বিবেচনা করে তারপর আপনারা সাইকেল ক্রয় করতে পারেন সেটি যে কোম্পানিরই হোক না কেন। কোম্পানির ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে সাইকেলটির কুয়ালিটি এবং সাইকেলটা রিসপিসিফিকেশন।
আরো পড়ুন: হাইড্রোলিক সাইকেল এর দাম কত ২০২৪
আমরা এখানে যে সকল সাইকেলগুলো সম্পর্কে আলোচনা করেছি এই সকল সাইকেলগুলো বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির। আপনারা অনলাইন প্লাটফর্ম দারাজ বাংলাদেশ এবং অন্যান্য সকল অনলাইন প্লাটফর্ম থেকে কিনতে পারবেন। এছাড়াও আপনার পার্শ্ববর্তী যেকোনো ধরনের সাইকেলের দোকানে গেলে আপনি সকল সাইকেলগুলো মডেল বলে দিলেই কিনে ফেলতে পারবেন।
আমাদের শেষ কথা
দাম কত আজকের এই আর্টিকেলটি পড়ে যে কেউ চাইলে সহজে ১০,০০০ টাকার মধ্যে ভালো সাইকেল কোনটি হতে পারে সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। একটি ভালো সাইকেল কেনার জন্য সঠিক ডিসিশনে অন্তর্ভুক্ত হতে পারে, আশা করছি আপনিও পেরেছেন। এরকম বিভিন্ন ধরনের পণ্যগুলোর দাম সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url